তৌহিদ হোসেন

বড় দেশগুলোর সঙ্গে ভারসাম্য বজায়রাখতে হবে : তৌহিদ হোসেন

সংবাদ

এম তৌহিদ হোসেন, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, বৃহৎ শক্তির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, সব দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকা প্রয়োজন। গত ৯ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্যান্য উপদেষ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। সে সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। আমাদের বড় দেশগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে হবে। তিনি আরও বলেন, এ মুহূর্তে আইন-শৃঙ্খলা পুনরুদ্ধার করাই প্রধান অগ্রাধিকার এবং প্রথম লক্ষ্য। এটা সম্ভব হলে অন্য বিষয়গুলোও ঠিক হয়ে আসবে। অর্থকণ্ঠ ডেস্ক