বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষেশখ ও সানন্দা’র উদ্যোগেসোনারগাঁয় মতবিনিময়ও বৃক্ষ রোপণ

Uncategorized সংবাদ

পরিবেশ সুরক্ষায় সরকারের পাশাপাশি দেশের প্রতিটি মানুষের এগিয়ে আসা দরকার। জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণায়নরোধে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়ন করা সম্ভব না হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঝুঁকি থেকেই যাবে। তাই বৃক্ষ রোপণের জন্য সকলের আন্তরিকভাবে এগিয়ে আসার কোনো বিকল্প নেই। ফেসবুক গ্রুপ ‘শখ ও সানন্দা’র উদ্যোগে সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁও প্রেস ক্লাবে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা এ আহ্বান জানান।
সংগঠনটির ফাউন্ডার অ্যাডমিন মুনমুন রহমানের সভাপতিত্বে আলোচনা করেন সম্মানীয় অতিথি কবি ও কলামিস্ট অধ্যক্ষ করীম রেজা, সংগঠনের উপদেষ্টা কবি ও সিনিয়র সাংবাদিক বজলুর রায়হান, দৈনিক বাংলাদেশের আলোর যুগ্ম বার্তা সম্পাদক ও বাংলাদেশ পর্যটন সাংবাদিক সমিতির সভাপতি আনজুমান আরা শিল্পী। এ সময় সোনারগাঁও প্রেস ক্লাবের সহ-সভাপতি মোক্তার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হুসাইন, অর্থ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য মনির হোসেন, সদস্য কামরুল ইসলাম পাপ্পু, সালাউদ্দিন, শখ ও সানন্দা’র সিনিয়র অ্যাডমিন মাহফুজা ইয়াসমিন কল্পনা, অ্যাডমিন আল হাসান রিয়াজ ও আতিকুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শখ ও সানন্দা’র পক্ষ থেকে প্রেস ক্লাব নেতাদের হাতে গাছের চারা, ক্রেস্ট ও সম্প্রীতি স্মারক তুলে দেয়া হয়।
এর আগে সকালে ‘শখ বৃক্ষ রোপণ, সাহিত্য সৃজন ও ভ্রমণের বন্ধনে আমরা’ স্লোগান সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে ঐতিহাসিক পানাম সিটিতে বৃক্ষ রোপণ এবং বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম অভ্যন্তরে বিভিন্ন ফল ও ফুলের বাগান পরিদর্শন করা হয়। অর্থকণ্ঠ প্রতিবেদক