NRB WORLD SUMMIT এ আকর্ষনীয় র‌্যাফেল ড্র, থাকছে দুর্দান্ত পুরস্কারঢাকা-দুবাই-ঢাকা কাপল বিমান টিকেট

সর্বশেষ পুরস্কার অনুষ্ঠান

একের পর এক চমক নিয়ে আসছে প্রবাসী বাংলাদেশীদের নিয়ে বছরের সবচেয়ে বড় আয়োজন NRB WORLD SUMMIT ও GLOBAL NRB AWARDS 2024। জমকালো এই আয়োজনে এবার যুক্ত হয়েছে আকর্ষনীয় র‌্যাফেল ড্র, যেখানে প্রথম পুরস্কার হিসেবে DUBAYT এর সৌজন্যে থাকছে ঢাকা-দুবাই-ঢাকা কাপল বিমান টিকেট। এছাড়াও থাকবে দুর্দান্ত সব পুরস্কার। একে একে আসবে সেসব ঘোষণা।

প্রায় ১০০০ এর বেশি প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে আসছে ২৬ ডিসেম্বর ২০২৪, ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হবে এই নেটওয়ার্কিং সামিট ও গ্র্যান্ড এওয়ার্ডস ইভেন্ট। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা, সমাজসেবা, ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রাজনীতিবিদ, সাংবাদিক, বিজ্ঞানীসহ সব ক্ষেত্রের প্রবাসীরা অংশ নেবেন NRB WORLD SUMMIT ও GLOBAL NRB AWARDS 2024 এ।

বছরের সবচেয়ে কাঙ্খিত এই ইভেন্ট মিস করতে না চাইলে আজই রেজিস্ট্রেশন করুন।

ইভেন্ট রেজিস্ট্রেশান লিংক- https://nrbworld.org/nrb-world-summit-2024

রেজিস্ট্রেশন প্রসেস আরো সহজ করতে এবং সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশীদের সাথে সরাসরি যুক্ত হতে আপনার মোবাইলের প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে “NRB World” অ্যাপটি ডাউনলোড করুন। তারপর রেজিস্ট্রেশন করে লগইন করলেই খুলে যাবে প্রবাসের দুনিয়া।
সুতরাং সম্পর্ক সৃষ্টিতে এক্ষুনি ডাউনলোড করুন NRB World অ্যাপ।
প্লে স্টোর লিঙ্ক : https://play.google.com/store/apps/details…
অ্যাপ স্টোর লিঙ্ক : https://apps.apple.com/us/app/nrb-world/id6474484953

দেরি করে বছরের সেরা আয়োজনে অংশগ্রহণের সুযোগ মিস করবেন না। কারণ আসন সংখ্যা সীমিত।

👉 বিস্তারিত জানতে-
📱 +1 415 850 7998 or
📱 +88 01994 606060
📶+88 01994 505050 (What’s App)
✉️ [email protected]